বিদ্যালয়টি জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ভাটারা ইউনিয়নের ১নং ওয়ার্ড ভাটারা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৮৯ সালের ৮ জানুয়ারি প্রতিষ্ঠিত। মরহুম আব্দুর রেজ্জাক খান এর নামানুসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মরহুম মজিবর রহমান ভূঁইয়া। । আরো অনেকেই আছেন যারা বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত সুনামের সাথে পথ চলছে। শিক্ষা, সংস্কৃতি এবং খেলাধুলায় এই প্রতিষ্ঠানটি সরিষাবাড়ী উপজেলায় অন্যতম স্থান দখল করে আছে।
শুরুতে বিদ্যালয়টিতে শুধু মেয়েরা পড়াশোনা করতো। তখন এর নাম ছিল ভাটারা গার্লস স্কুল। পরবতীতে ২০১৬ সাল থেকে ছেলে-মেয়ে উভয়ে পড়াশোনার সুযোগ পায়।